ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনার টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা মঞ্জুশ্রী রায় চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
করোনার টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা মঞ্জুশ্রী রায় চৌধুরী করোনার টিকা নিলেন মঞ্জুশ্রী রায় চৌধুরী।

ঢাকা: ৯০ বছরের বৃদ্ধা মঞ্জুশ্রী রায় চৌধুরী করোনার টিকা নিলেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টিকা নেন।

মঞ্জুশ্রী রায় ডা. সামন্ত লাল সেন এর শাশুড়ি। এসময় আরও টিকা নেন ডা. সামন্ত লাল সেনের স্ত্রী রতনা সেন।

টিকা নেওয়ার পরে মঞ্জুশ্রী বলেন, খুবই ভালো লাগছে টিকা নিয়ে। কোনো অসুবিধা নেই। এখানে পরিবেশটাও খুব ভালো। করোনা মুক্ত হওয়ার জন্য সবারই টিকা নেওয়া দরকার।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, আমাদের এখানে সুন্দর পরিবেশে নিয়ম অনুযায়ী সবাই ঠিক আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হয়। তিনি নিজেও টিকা নিয়েছেন এর আগে।

এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম সহ অন্যান্য চিকিৎসকগণ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।