ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গলায়-বুকে ছিল গুলির চিহ্ন, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
গলায়-বুকে ছিল গুলির চিহ্ন, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির

ঢাকা: শটগানের গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যু হয়েছে, জানান ঢাকা মেডিক্যাল হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করার পর বিষয়টি জানান এ চিকিৎসক।

ডা. প্রদীপ বিশ্বাস জানান, নিহত বোরহান উদ্দিনের মুখে, গলায় ও বুকে অজস্র ছিদ্র দেখা গেছে। এগুলো শটগানের গুলির চিহ্ন।
এ গুলিতেই তার ফুসফুস ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার মৃত্যু হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) গুলিবিদ্ধ হন। পরে শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

ঢাকা মেডিক্যাল মর্গ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের আগে নিহত সাংবাদিকদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শাহবাগ থানা পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।