ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
বান্দরবানে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা  বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রায় ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বান্দরবান সেনা রিজিয়ন।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনের শুরু হয়।

৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা দেওয়া হয়।

দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পেইনে প্রাথমিক চিকিৎসা, মেডিসিন, দন্ত চিকিৎসা, সার্জারি,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা।  

এ সময় গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়।  

বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা।  ছবি: বাংলানিউজ

বান্দরবানের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিমাসে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে আমরা এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে থাকি। এবং গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করি।  

তিনি আরও বলেন, মেডিক্যাল ক্যাম্পেইনে এ প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যাদের জটিল রোগ রয়েছে, তাদের এমডিএস হাসপাতালে নিয়ে গিয়ে উন্নতমানের চিকিসা ও বিনামূল্যে  ওষুধ দেওয়া হচ্ছে।

মেডিকেল ক্যাম্পেইনে এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাসহ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন পদ মর্যাদার কর্মর্কতারা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।