ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধুর জন্মদিনে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বঙ্গবন্ধুর জন্মদিনে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসা বঙ্গবন্ধুর জন্মদিনে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ পালন করেছে।  

এদিন বহির্বিভাগে বিনামূল্যে মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ২ হাজার ৫০৫ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ১ হাজার ৫৭০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ১৭০ জনসহ ৪ হাজার ২৪৫ জন রোগীকে সেবা দেওয়া হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সব কার্যক্রম বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

বিনামূল্যে অপারেশন বা বিনামূল্যে সার্জারি কার্যক্রমের অংশ হিসেবে এনেস্থেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনরা। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২১ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে এবং বিনামূল্যে ৫শ’ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।    

এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. মো. আবু তাহের, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা.  মো. সালাহউদ্দিন শাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিট, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনসহ অন্যান্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
পিএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।