ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিদেশ থেকে এলেই নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
বিদেশ থেকে এলেই নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন

ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই বিদেশ থেকে এলেই যাত্রীদের সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে।

বুধবার (৩১ মার্চ) থেকেই এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক পিসি আর টেস্টের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। বিমানে যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে আরটি পিসিআর টেস্টের মাধ্যমে এ কোভিডমুক্ত সার্টিফিকেট দিতে হবে। টিকা দেওয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে।

যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীকে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনা ভাইরাসের টিকা নেওয়া থাকলেও ১৪ দিনের কোয়ারেন্টিন প্রযোজ্য।

১৪ দিন শেষ হওয়ার পর আরটিপিসিআর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ শনাক্ত হলেই কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।