ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন 'নিরাপদ খাদ্য চাই' নামের একটি সংগঠন।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের কোথাও নিরাপদ খাদ্যের দাবিতে আন্দোলন করতে হয়না। একমাত্র বাংলাদেশ ছাড়া। খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে মানুষ হত্যা করছে খাদ্যে ভেজালকারীরা প্রতিনিয়ত।

সভাপতির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু বলেন, খাদ্যে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট করা এবং এদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
পিএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।