ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউয়ে চলতি বছরের জুলাই সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
বিএসএমএমইউয়ে চলতি বছরের জুলাই সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চলতি বছরের জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের জুলাই সেশনের ৯ এপ্রিলের (শুক্রবার) অনুষ্ঠেয় এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং ১৭ এপ্রিলে (শনিবার) অনুষ্ঠেয় মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষের নির্দেশক্রমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

শিগগিরই এই ভর্তি পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি বিজ্ঞপ্তির (সংক্ষিপ্ত সময়ের নোটিশে) মাধ্যমে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।