ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় ২য় ধাপে পৌঁছালো ৬৯০০ ভায়াল করোনার টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
বগুড়ায় ২য় ধাপে পৌঁছালো ৬৯০০ ভায়াল করোনার টিকা

বগুড়া: বগুড়ায় ২য় ধাপে আরও ৬ হাজার ৯০০ ভায়াল করোনার টিকা পৌঁছেছে।

শুক্রবার (০৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এসব টিকা জেলায় এসে পৌঁছায়।

স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করে রেখেছেন।

টিকা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শুক্রবার সকালে ২য় ধাপে ৬ হাজার ৯০০ ভায়াল গ্রহণ করেছি। এর মাধ্যমে ৬৯ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি বগুড়ায় করোনার টিকার ১ম ডোজের কার্যক্রম শুরু হয়। ১১টি উপজেলা এবং সদরের মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, পুলিশ হাসপাতালসহ ১৫টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলে। এছাড়া এখন পর্যন্ত জেলায় ১ম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৮ জন।

তিনি আরও জানান, গত ৮ এপ্রিল থেকে জেলায় করোনা টিকার ২য় ডোজ দেওয়া শুরু হয়েছে। ২য় ডোজ দেওয়ার প্রথম দিনে জেলায় টিকা নিয়েছেন ৯৬৫ জন। এই টিকা পর্যায়ক্রমে আসবে তাই সংকটের কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
কেইউএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।