ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটের নতুন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
সিলেটের নতুন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয়

সিলেট: সিলেটে করোনার বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত শংকরকে পদায়ন করে ডেপুটি সিলিভ সার্জন করা হয়েছে।  

সিলেটের ডেপুটি সিভিল সার্জন হিসেবে রোববার (১১ এপ্রিল) তিনি কর্মস্থলে যোগদান করবেন।

সিলেট শিবগঞ্জ আগপাড়ার বাসিন্দা কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক শক্তিপদ দত্ত ও সুমিতা দত্তের সন্তান জন্মেজয় দত্ত। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে।

ডা. জন্মেজয় দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।  

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে ডা. জন্মেজয় দত্ত সবার সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।