ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

লকডাউন: ভোলায় ৫৭ মামলায় ৬১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
লকডাউন: ভোলায় ৫৭ মামলায় ৬১ জনকে জরিমানা ভোলায় ৫৭ মামলায় ৬১ জনকে জরিমানা

ভোলা: করোনা রোধে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে ভোলায় ৫৭ মামলায় ৬১ জনকে ৩৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সদরসহ পাঁচ উপজেলায় এ জরিমানা আদায় করা হয়।

 

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ না মানায় ভোলা সদরে ১৭ জন, বোরহানউদ্দিনে তিনজন, চরফ্যাশন ১১ জন, দৌলতখান সাতজন ও লালমোহন উপজেলায় ২৪ জনকে ৫৭ মামলায় ৬১ জনকে ৩৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করা ও জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এ নিয়ে জেলাটিতে গত আট দিনে ৩৬০ জনের জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।