ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে এক হাজার আইভি স্যালাইন দিলেন এমপি শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
বাগেরহাটে এক হাজার আইভি স্যালাইন দিলেন এমপি শেখ তন্ময় বাগেরহাটে এক হাজার আইভি স্যালাইন দিলেন এমপি শেখ তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন সংকট মেটাতে স্বাস্থ্য বিভাগকে এক হাজার পিস আইভি স্যালাইন দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের কাছে এই স্যালাইন হস্তান্তর করেন সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মেডিক্যাল অফিসার ডা. সুব্রত কুমার, যুবলীগ নেতা মীর জায়েসী আশারাফি জেমসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বাংলানিউজকে বলেন, বাগেরহাট জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি যে হাসপাতালগুলোতে স্যালাইন সংকট রয়েছে। যার ফলে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধানে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য শেখ তন্ময় তার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার আইভি স্যালাইন দিয়েছেন। ভবিষ্যতে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যে পরিমাণ রোগী ভর্তি হয়, সে তুলনায় আমাদের আইভি স্যালাইন নেই। আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। সংষদ সদস্যের পক্ষ থেকে পাওয়া এই স্যালাইন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।