ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত বিপিএমসিএ সভাপতি মুবিন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ১, ২০২১
করোনায় আক্রান্ত বিপিএমসিএ সভাপতি মুবিন খান

ঢাকা: করোনাভাইরাস ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান।

শনিবার (১ মে) তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ মুবিন খান বর্তমানে উত্তরার জাপান ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাপাতালে চিকিৎসাধীন আছেন। রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

করেনাকালে মুবিন খান সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগর মাধ্যমে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ০১, ২০২১
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।