ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ওসমানী মেডিক্যালে কোয়ারেন্টিনে ভারত ফেরত ছয় রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৪, ২০২১
ওসমানী মেডিক্যালে কোয়ারেন্টিনে ভারত ফেরত ছয় রোগী

সিলেট: ভারত ফেরত বাংলাদেশি ছয় নাগরিককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চিকিৎসা নিতে তারা ভারতে গিয়েছিলেন।

মঙ্গলবার (৪ মে) তাদের করোনা পরীক্ষ করা হবে বলে জানান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

বাংলানিউজকে তিনি বলেন, সোমবার ভারত থেকে ফেরার পর ছয় বাংলাদেশি নাগরিককে হাসপাতালের স্ব স্ব ইউনিটে রাখা হয়েছে। এখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা বাড়ি ফিরবেন।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর কোয়ারিন্টেনের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবারো স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, করোনার নতুন ভ্যারিয়েশনের কারণে ভারতের অবস্থা খুবই ভয়াবহ। এ কারণে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থলবন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০৪, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।