ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ৪, ২০২১
সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত

ঢাকা: সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ৯ মে ঢাকায় ১৫টি কেন্দ্রে এই পরীক্ষায় ১৫ হাজার ২২৮ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকারঘোষিত লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়ানোয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

উল্লিখিত পদের লিখিত পরীক্ষার পুননির্ধারিত তারিখ ও সময় পরবর্তীসময়ে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

এর আগে ১০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে লকডাউনে স্থগিত করা হয়েছিল।

করোনা সংক্রমণের কারণে হাসপাতালগুলোয় চিকিৎসাসেবা দিতে সরকার দ্রুত নার্স নিয়োগের উদ্যোগ নেয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।