ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৭২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২০, ২০২১
সিলেটে করোনায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৭২ ...

সিলেট: পবিত্র ঈদুল ফিতরের পর উর্ধ্বমুখী করোনার সংক্রমণ। গত কয়দিন সংক্রমণ কম থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (২০ মে) গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭২ জন। মারা যাওয়াদের ২ জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪১ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারে ৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০২ জন। আর নতুন করে মারা যাওয়া ৩ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩০৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন।

বাংলা‌দেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২০, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।