ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় মৃত্যু ৩৯২, ঈদের পর থেকে বাড়ছে আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২১
সিলেটে করোনায় মৃত্যু ৩৯২, ঈদের পর থেকে বাড়ছে আক্রান্ত

সিলেট: লকডাউন দিয়েও আটকানো যায়নি ঈদযাত্রায় মানুষের ঘরে ফেরা। সেই মাসুল এখন গুনতে হচ্ছে।

ঈদের আগে করোনা আক্রান্তের হার কম থাকলেও এখন তা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন (১৪ মে) থেকে মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। আক্রান্তদের ৫২৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারের ৬৩ জন, হবিগঞ্জের ৫১ জন, সুনামগঞ্জের ৩০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১২ জনের করোনা শনাক্ত হয়।

এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তন্মধ্যে ১৬ জনই সিলেট জেলার এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

তথ্যমতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ১৭৪ জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে সিলেট জেলা্য়ই ১৪ হাজার ৪৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮০ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৩৫ জন।

আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৫১ জন। তন্মধ্যে সিলেটে ১৩ হাজার ৮৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জের এক হাজার ৯৯২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ২৯৭ জন। এছাড়া বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ যাবত মৃত্যু হওয়া ৩৯৩ জনের মধ্যে ৩১৬ জনই সিলেট জেলার বাসিন্দা, মৌলভীবাজারের ৩০ ও হবিগঞ্জের ১৮ জন।

সর্বশেষ মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ১৩৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সিলেট জেলায় একজনের। আক্রান্তদের মধ্যে ৮৬ জন সিলেটের, সুনামগঞ্জের ৭জন, হবিগঞ্জের ১৫ জন, মৌলভীবাজারের ৯ এবং আক্রান্ত আরো ১৯ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের হার বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।