ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কার্পাসডাঙ্গার ৭টি গ্রাম লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ২, ২০২১
কার্পাসডাঙ্গার ৭টি গ্রাম লকডাউন

চুয়াডাঙ্গা: সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়ে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়ন এলাকায়।

 

এ ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া সংক্রমিত এলাকায় করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে একদিনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের মধ্যে ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে দেশের বৃহত চুল প্রক্রিয়াজতকরণ কেন্দ্রগুলো একমাসের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (০২ জুন) বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রাম পর্যায়ক্রমে লকডাউনের আওতায় আনা হয়। এসময় ওই গ্রামের প্রবেশ ও বাহির পথগুলোতে বাঁশ এবং গাছের গুড়ি বেঁধে দেওয়া হয়। এছাড়া ভারত সীমান্তবর্তী হওয়ায় ওই ইউনিয়নের হরিরামপুর ও শিবনগর গ্রামের সাধারণ মানুষকে করোনা পরীক্ষা করছে স্বাস্থ্যবিভাগ। সকাল থেকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। দিনভর পরীক্ষায় ১২৪ জনের মধ্যে ২৪ নারী-পুরুষ করোনা শনাক্ত হয়েছেন।  

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বাংলানিউজকে জানান, গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এ ইউনিয়নের সাতটি গ্রাম লকডাউন করেছে। গ্রামগুলো হলো- শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, মুন্সিপুর, কুতুবপুর, পীরপুরকুল্লা ও হুদাপাড়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৭ গ্রামের বাসিন্দা কেউ বাড়ির বাইরে যেতে পারবেনা। সেইসঙ্গে বহিরাগত কেউ ওইসব গ্রামে প্রবেশ করতে পারবে না।

দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বাংলানিউজকে জানান, গত এক সপ্তাহের ব্যবধানে সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতটি গ্রাম লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে, যেখানে সংক্রমিত এলাকার লোকজন গ্রামেই তাদের নমুনা পরীক্ষা করতে পারবেন। এ কার্যক্রমের প্রথম দিনেই সংক্রমিত দুটি গ্রামের ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। একই সঙ্গে কার্পাসডাঙ্গা এলাকায় চুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো এক মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।