ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জের ২ গ্রামে কঠোর লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ৫, ২০২১
গোপালগঞ্জের ২ গ্রামে কঠোর লকডাউন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৭ জনের শরীরের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। আক্রান্ত ওই ৭ জনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা ও কালীভিটা গ্রামে।

 

শনিবার (০৫ জুন) ওই দুই গ্রামে আরও সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বাংলানিউজকে জানান, তেলিভিটা গ্রামের ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্য থেকে ১১ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে ৭ জনের নমুনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। করোনা সংক্রমণরোধ তেলিভিটা গ্রামের ৯ দিনের লকডাউন শেষে নতুন করে এবং কালীভিটা গ্রামকে নতুন করে ৭ দিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরা সার্বক্ষণিক প্রশাসনের নজরদারিতে থাকবেন এবং আক্রান্তদের দেখভালের জন্য ওই এলাকায় ১০ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৩ জন। মারা গেছেন ৪০ জন।  

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, যেহেতু তেলিভিটা ও কালীভিটা গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। তাই ওই দুই গ্রামে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে কেউ বাইরে বা ভিতরে প্রবেশ করতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের যাবতীয় প্রয়োজন প্রশাসন থেকে দেখভাল করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ মে তেলিভিটা গ্রামের বিভাষ কির্ত্তনীয়া করোনা উপসর্গ ঠাণ্ডা, কাশি ও জ্বর নিয়ে মে মারা যান। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে মৃত ব্যক্তির পরিবার ও মরদেহ দাফনে সংশ্লিষ্ট ২৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০ জনের শরীরের করোনা পজেটিভ আসে।  
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।