ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরো চারজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ৭, ২০২১
সিলেটে করোনায় আরো চারজনের মৃত্যু

সিলেট: করোনা আক্রান্ত হয়ে সিলেটে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় সাতজন মারা গেছেন।

এরা সবাই সিলেটের বাসিন্দা। এর আগের দিন রোববার (৬ জুন) তিনজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৪৬ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

এদিন সিলেট বিভাগে আরও ৫১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের ১৬ জন সিলেট জেলার, চারজন সুনামগঞ্জের, হবিগঞ্জের একজন, মৌলভীবাজারের ১৭ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত এক বছরের অধিক সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২১০ জন, সুনামগঞ্জে দুই হাজার ৮৪৩, হবিগঞ্জে দুই হাজার ৫২৬ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৫৭৩ জন। পক্ষান্তরে বিভাগের মধ্যে ২১ হাজার ৭১৭ জন রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৫৫৯ জন, সুনামগঞ্জের দুই হাজার ৭৩৫ জন, হবিগঞ্জের দুই হাজার ৮০ জন ও মৌলভীবাজারের দুই হাজার ৩৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।