ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

১৭ কোটি ৬০ লাখ ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২১
১৭ কোটি ৬০ লাখ ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুন) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬১৬ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ লাখ ২৫৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৮৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।