ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১২, মৃত্যু ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১২, মৃত্যু ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১১২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে এবং ১ জন মারা গেছেন।

সোমবার (৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।



তিনি জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৫২ জনে। এর মধ্যে ২২৫ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৮ জনের।

আক্রান্ত ১১২ জনের মধ্যে ৪৬ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায়, বন্দর উপজেলায় ১৮ জন, রূপগঞ্জে ১৬ জন, সদর উপজেলায় ১৪ জন, সোনারগাঁওয়ে ১৩ জন ও আড়াইহাজার উপজেলার ৫ জন শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।