ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা-উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
করোনা-উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১১ জনের মৃত্যু

টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে।

 

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

বাংলাদেশষ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।