ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকার পথে জাপানের প্রায় ৮ লাখ টিকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
ঢাকার পথে জাপানের প্রায় ৮ লাখ টিকা

ঢাকা: জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০টি টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) টোকিওর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় সাত লাখ ৮১ হাজার ৩২০টি টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে উপস্থিত ছিলেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

আগামীকাল শনিবার ( ৩১ জুলাই) বেলা সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরো প্রায় ছয় লাখ টিকা আসবে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।