ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায়-উপসর্গ নিয়ে বগুড়ায় ২৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
করোনায়-উপসর্গ নিয়ে বগুড়ায় ২৬ জনের মৃত্যু

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের ৷ এ সময়ের মধ্যে করোনারোগী শনাক্ত হয়েছে ১২৬ জন।

সোমবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার সদর উপজেলার জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাধন চন্দ্র (৬৫), আদমদীঘি উপজেলার মোমেনা (৬০), আকতার বানু (৮৫), শাজাহানপুর উপজেলার আঃ আজিজ (৪৮), সোনাতলা উপজেলার শামসুদ্দিন (৬৫), গাবতলী উপজেলার আজিজার রহমান (৭৭), এবং শিবগঞ্জের তাজুল ইসলাম(৬০)। এছাড়া বাকি ৮ জন অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে ৷

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৷ এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩ জন, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের মধ্যে ৫১ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৩টি নমুনার মধ্যে ১০ জনসহ মোট ১২৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১২০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এছাড়া নতুন দশ জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৪৮৪ জন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।