ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে রেকর্ড শনাক্ত ৮৫৩, মৃত্যু ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
সিলেটে রেকর্ড শনাক্ত ৮৫৩, মৃত্যু ১৪

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন।

সোমবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় দশ জন, হবিগঞ্জে ২ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রয়েছেন।

এছাড়া করোনা আক্রান্ত ৮৫৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৭৭ ও মৌলভীবাজারে ১৯০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ১১৯ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৫০ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ৬১ জন এবং সিলেটের চার জেলার আরও ২১ জনের মৃত্যু হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩১১ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২২ জন। এর মধ্যে রয়েছেন সিলেটে ২৯৯ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ২১ জন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মো. নাফি মাহদি বাংলানিউজকে বলেন, ১০০ শয্যার হাসপাতালে ১০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৬১ জনের, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪৪ জন। এছাড়া আইসিইউতে ১৬ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।