ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
হবিগঞ্জে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট  লিকুইড অক্সিজেন প্ল্যান্টের স্থাপন পরিদর্শনে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের স্থাপন কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যেই কাজ শেষ হবে ও পরিপূর্ণভাবে হাসপাতালটিতে চালু হবে সেন্ট্রাল অক্সিজেন সেবা।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে প্লান্টের স্থাপন কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।  

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে যেন প্রাণহানি না ঘটে এজন্য প্লান্টটি স্থাপন করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যেই প্লান্টের স্থাপন কাজ শেষ হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যান্টটি স্থাপন হচ্ছে। প্ল্যান্টে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন মজুদ রাখা সম্ভব। মুজদ শেষ হলেই পুনরায় গাড়ি এসে রিফিল করে দিয়ে যাবে।  

পরিদর্শনের সময় হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কায়সার রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোমেন উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।