ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাসিকের ৮৪ কেন্দ্রে টিকাদান শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
রাসিকের ৮৪ কেন্দ্রে টিকাদান শনিবার

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৮৪টি কেন্দ্রে শনিবার (৭ আগস্ট) থেকে একযোগে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। নির্দেশনা অনুযায়ী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত করোনার টিকাদান ক্যাম্পেইন চলবে।



জানা যায়, প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩শ জনকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া হবে।

টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি করপোরেশন। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। করোনার টিকাদান কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

তিনি আরও জানান, ক্যাম্পেইন চলাকালে টিচার্স ট্রেনিং কলেজে, পুলিশ হাসপাতাল কেন্দ্রে, আইডি হাসপাতাল কেন্দ্র, রাজশাহী সিএমএইচ কেন্দ্রে টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

৩০টি ওয়ার্ডের করোনা টিকাদান কেন্দ্রগুলো:

১ নম্বর ওয়ার্ডে-গোলজারবাগ উচ্চ বিদ্যালয়,  রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র। ২নং ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয়, নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র। ৩ নম্বর ওয়ার্ডে-ডি বি আনোয়ারা স্কুল বহরমপুর, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ দাসপুকুর। ৪ নম্বর ওয়ার্ডে-কেশবপুর ভেড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র। ৫ নম্বর ওয়ার্ডে-মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে- প্যারামেডিকেল ইন্সস্টিটিউট, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয় (ঝাউতলা), ডায়াবেটিস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, নগর  স্বাস্থ্যকেন্দ্র। ৮ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল। ৯ নম্বর ওয়ার্ডে- ওয়ার্ড কার্যালয়, শাহ মুখদুম দরগা মাদ্রাসা। ১০ নম্বর ওয়ার্ডে- হাতেম খাঁ কলাবাগান আজিজার রহমান সরকারি বিদ্যালয়, হাতেম খাঁ মুসলিম হাইস্কুল।  

১১ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয়, গার্লস স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১২ নম্বর ওয়ার্ডে- ওয়ার্ড কার্যালয়, মসজিদ মিশন একাডেমী স্কুল, নগর স্বাস্থ্যকেন্দ্র। ১৩ নম্বর ওয়ার্ডে- দক্ষিণ দড়িখরবোনা প্রাথমিক বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র। ১৪ নম্বর ওয়ার্ডে- ওয়ার্ড কার্যালয়, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৫ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয় (দড়িখরবোনা), শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, নগর স্বাস্থ্যকেন্দ্র। ১৬ নম্বর ওয়ার্ডে-বখতিয়ারাবাদ শিশু বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয়, মথুরডাঙ্গা মহিলা কাউন্সিলরের কার্যালয়, আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয়, নওদাপাড়া আওয়ামী লীগ অফিস, তিলোত্তমা স্বাস্থ্যকেন্দ্র। ১৮ নম্বর ওয়ার্ডে-মেট্রোপলিটন ডিগ্রি কলেজ, অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় (ম্যাচ ফ্যাক্টরী), গোল্ডেন স্টার প্রি-ক্যাডেট  স্কুল, আসাম কলোনি নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৯নং ওয়ার্ডে- শিরোইল কলোনী ওয়ার্ড কার্যালয়, ছোটবনগ্রাম ওয়ার্ড কার্যালয়, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়, শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটবন গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০ নম্বর ওয়ার্ডে-কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক  বিদ্যালয় (সুলতানাবাদ), রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়।

২১ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয়, সূর্যকণা স্কুল। ২২ নম্বর ওয়ার্ডে- রাজশাহী বি. বি হিন্দু একাডেমি (২টি কেন্দ্র), ২৩ নম্বর ওয়ার্ডে- শাহমুখদুম কলেজ, আহমদপুর সরকারি বিদ্যালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র। ২৪ নম্বর ওয়ার্ডে- জতীয় তরুণ সংঘ একাডেমি, রামচন্দ্রপুর ও জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (বাজেকাজলা)। ২৫ নম্বর ওয়ার্ডে- খাদেমুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২৫নং ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয় (তালাইমারী) ও সিটি হাসপাতাল। ২৬ নম্বর ওয়ার্ডে- নামোভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (পদ্মা আবাসিক), ২৬নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্যকেন্দ্র, শমসের মোন্ডলের মোড়। ২৭ নম্বর ওয়ার্ডে- বালিয়াপুকুর বিদ্যানিকেতন ও ওয়ার্ড কার্যালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র। ২৮ নম্বর ওয়ার্ডে- কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরমপুর সমসের মোল্লা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র। ২৯ নম্বর ওয়ার্ডে- ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, সিডিসি ক্লাসটার অফিস ও নগর স্বাস্থ্যকেন্দ্র। ৩০ নম্বর ওয়ার্ডে-ওয়ার্ড কার্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, ৩০ নম্বর ওয়ার্ড নগর  স্বাস্থ্যকেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।