ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে গণটিকার আওতায় ২৯ হাজার মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
খাগড়াছড়িতে গণটিকার আওতায় ২৯ হাজার মানুষ

খাগড়াছড়ি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো খাগড়াছড়িতেও পরীক্ষামূলকভাবে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) জেলার ৩৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় একযোগে এ কার্যক্রম শুরু করা হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়নে একটি ও পৌরসভা এলাকায় নয়টি কেন্দ্রে তিনটি করে বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেক বুথে সর্বোচ্চ ২০০ মানুষকে টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে প্রথম দিনে খাগড়াছড়ি জেলায় প্রায় ২৯ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

এদিকে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়।

খাগড়াছড়ির সিভিল সাজন ডা. নূপুর কান্তি দাস বলেন, প্রত্যেক কেন্দ্রে টিকা দেওয়ার জন্য মানুষের ভিড় দেখেছি। আমরা পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনবো।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এডি/জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।