ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বৃষ্টি উপেক্ষা করে টিকাকেন্দ্রে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বৃষ্টি উপেক্ষা করে টিকাকেন্দ্রে ভিড়

ঢাকা: সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবু এ বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীতে করোনার প্রতিষেধক নিতে গ্রহীতাদের উৎসাহ ছিল দেখার মতো।

বৃষ্টি উপেক্ষা করেই টিকার জন্য এদিন অপেক্ষা করতে দেখা যায় সাধারণ জনগণকে।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটির ১৬ নম্বর ওয়ার্ডের হাতিরপুল এলাকায় টিকা নিতে আসা মানুষের প্রচুর ভিড় দেখা যায়। অনেককেই স্বামী-স্ত্রী, ভাই-বোন, সহকর্মী কিংবা পরিবারের স্বজনদের নিয়ে নির্ধারিত সময়ের আগেই টিকাকেন্দ্রে হাজির হন।

প্রবীণ, মধ্যবয়সী ও নারীরা বেশি আসেন টিকা নিতে। তবে বেশির ভাগের আগে থেকে টিকা নেওয়ার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ছিল না। তারা শুধু জাতীয় পরিচয়পত্রের এক কপি অনুলিপি সঙ্গে এনে টিকা নেওয়ার সুযোগ পান। এছাড়া যাদের অ্যাপে নিবন্ধন করা ছিল কিন্তু মোবাইল ফোনে খুদে বার্তা পাননি, তারাও টিকা নেওয়ার সুযোগ পান।

এ প্রসঙ্গে নওশীন তাবাসসুম নামে একজন টিকা গ্রহীতা বলেন, আমি গত ১৯ তারিখে সুরক্ষা অ্যাপে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছি। কিন্তু এখনো টিকা নেওয়ার ডেট পাইনি বা কোনো মেসেজ পাইনি। তাই আজ এখান থেকে নিয়ে নিলাম।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবকরা টিকা নিতে আসা লোকজনকে সুশৃঙ্খল রাখার কাজ করছেন। কেউ কেউ আবার গত শুক্রবার (৬ আগস্ট) জুমার নামাজে গিয়ে মসজিদ থেকে টিকা দেওয়ার বিষয়টি জেনেছেন। এছাড়া হাতিরপুলসহ কলাবাগান, আজিমপুর এলাকায়ও দেখা গেছে প্রায় একই চিত্র।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরা জানিয়েছেন, সরকার দেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছে। টিকা নিতে এসে কেউ যেন অবহেলার শিকার না হয় সে বিষয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। টিকা নেওয়া যেন সহজ হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।