ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল আকিজ গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
করোনা রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল আকিজ গ্রুপ

বাগেরহাট: বাগেরহাট সদর হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিয়েছে আকিজ গ্রুপ।

সোমবার (০৯ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আকিজ বেকার্স লিমিটেডের পক্ষ থেকে তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দেওয়া হয়।

 

আকিজ গ্রুপের প্রিমিয়াম বিস্কুট ব্রান্ড বেকম্যান‘স এর ‘বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স’ ক্যাম্পেইনের আওতায় করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত এই জরুরি মেশিন বিতরণ করা হয়।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, আকিজ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান তুষার, বেকসম্যান বিস্কুটের এরিয়া সেলস ম্যানেজার মো. মাহমুদুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন বিতরণ করায় আকিজ গ্রুপকে সাধুবাদ জানান জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

আকিজ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান তুষার বলেন, করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আকিজ গ্রুপের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বাগেরহাট সদর হাসপাতালে তিনটি মেশিন নিয়ে ইতোমধ্যে ৬৯টি বিতরণ করা হল। এর সঙ্গে মেশিনের পাঁচ সেট স্পেয়ার্স পার্টসও দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে নিজস্ব কারিগরি টিম দিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে অকেজো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন মেরামত করে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।