ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

এবার বাহুবলে একসঙ্গে ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এবার বাহুবলে একসঙ্গে ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ রবি কালিন্দী

হবিগঞ্জ: এবার হবিগঞ্জের বাহুবলে রবি কালিন্দী নামে এক চা শ্রমিককে পর পর দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ডোজ টিকা দেওয়ার এ ঘটনা ঘটে। রবি কালিন্দী একই উপজেলার বৃন্দাবন চা বাগানের বাসিন্দা।

জানা গেছে, সোমবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসেন রবি কালিন্দী। টিকাদান কর্মীরা প্রথমে তার বাম হাতে একটি টিকা পুশ করেন। এর পরও রবি কালিন্দী চেয়ারটিতে বসা ছিলেন। পরে টিকাদান কর্মী তার ডান হাতে আরও একটি টিকা দিয়ে দেন।  

এনিয়ে কিছুক্ষণের মধ্যেই টিকাদান কেন্দ্রে হুলস্থুল শুরু হলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে ওই নারীকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ বাংলানিউজকে জানান, রবি কালিন্দীকে কিছুক্ষণের মধ্যেই দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তানিয়া আফরোজাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বাংলানিউজকে বলেন, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ওই চা শ্রমিককে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।  

এর আগে শনিবার (৭ আগস্ট) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে ইসমত আরা (৩১) নামে এক গৃহবধূকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠে।  

একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোজিনা বেগম (৩৮) নামে আরও এক নারীকে করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।