ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দুই ডোজ টিকা নিলে মৃত্যু ঝুঁকি ০.১ শতাংশেরও কম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
দুই ডোজ টিকা নিলে মৃত্যু ঝুঁকি ০.১ শতাংশেরও কম 

মহামারি করোনা থেকে সুরক্ষা পেতে সবচেয়ে কার্যকর হচ্ছে ভ্যাসকিন বা টিকা নেওয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, করোনা টিকার দু'টি ডোজ নেওয়া মানুষদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ০.০০১ শতাংশেরও কম।

 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৯৯.৯৯ শতাংশের বেশি মানুষকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি হতে হয়নি বা কেউ মারা যাননি। ।

সেখানে আরো উল্লেখ রয়েছে, ২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাড়ে ১৬ কোটির বেশি মানুষ করোনা টিকার দু'টি ডোজ নিয়েছেন। এদের মধ্যে মারা গিয়েছেন এক হাজার ৫০৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১০১ জন। যা ০.০০১ শতাংশেরও কম।

সিডিসি জানিয়েছে, টিকা নেওয়ার পরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় ৭৪ শতাংশের বয়স ৬৫ বা তার চেয়েও বেশি। এর মধ্যে মারা গেছেন দেড় হাজার জন। প্রতি পাঁচজনের মধ্যে একজনের করোনা ছাড়াও অন্য রোগ ছিল।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৩০৪, আগস্ট ১০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।