ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে একদিনে আরও ১৭ মৃত্যু, আক্রান্ত ৫৯০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
সিলেটে একদিনে আরও ১৭ মৃত্যু, আক্রান্ত ৫৯০

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯০ জন।

মঙ্গলবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৭ জনের সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একজন করে।

এছাড়া করোনা আক্রান্ত ৫৯০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ১০৫ জন, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৬৭ জন।  

এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিৎসাধীন চার জেলার আরও ৬২ করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৮২২ জনের। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৬৫ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৫৪ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৮৩৭ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০২ জন। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ৩৬জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৩১২ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৪৭ জন। উপসর্গ নিয়ে ১৫৪ জন এবং আইসিইউতে রয়েছেন ১১ জন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।