ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিক্যালে করোনায় ১০ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ময়মনসিংহ মেডিক্যালে করোনায় ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১১ আগস্ট) সকালে মমেক হাসপাতাল সূত্রে এতথ্য জানা যায়।  

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ রয়েছে।  

তিনি আরো জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৪ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০ জন।

মঙ্গলবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২৮৩টি নমুনা পরীক্ষায় আরো ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।