ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
না.গঞ্জে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত শনাক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (১১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

 

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৪৭ জন। এসময়ে করোনা পজিটিভ হয়ে নতুন কারো মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৫৮টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২১৮ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৮৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, আড়াইহাজার উপজেলায় ১৯, বন্দর উপজেলায় ৬৩, রূপগঞ্জ উপজেলায় ৭৪, সদর উপজেলায় ৭৮ ও সোনারগাঁ উপজেলায় ৩৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৮৯ জন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।