ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে শুরু হয়নি আরটি-পিসিআর ল্যাবের বাস্তবায়ন কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ফেনীতে শুরু হয়নি আরটি-পিসিআর ল্যাবের বাস্তবায়ন কাজ ফেনীতে শুরু হয়নি আরটি-পিসিআর ল্যাবের বাস্তবায়ন কাজ

ফেনী: ফেনীতে করোনা ভাইরাস শনাক্তে চলতি বছরের ৬ জুন আরটি-পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। কিন্তু দুই মাস পার হলেও প্রকল্পটির বাস্তবায়ন কাজ এখনো শুরু হয়নি।


ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে করোনা শনাক্তে সংগৃহীত নমুনা পরীক্ষার জট দূর হবে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়বে।


তিনি আরও জানান, প্রতিদিন পরীক্ষার যে ফলাফল জানানো হচ্ছে, তা কমপক্ষে দুই থেকে তিনদিন আগে পাঠানো নমুনার ফল।  


এ বিষয়ে এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের কাজ শুরু হবে।

এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও প্রবাসীদের স্বাস্থ্যসেবা সহজ করতে এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রাথমিকভাবে ল্যাবটি ফেনী জেনারেল হাসপাতালে স্থাপনের জন্য তালিকাভুক্ত হলেও স্থান পরিবর্তন হয়ে মহিপালে ট্রমা হাসপাতালে হতে পারে।

জানা যায়, ল্যাব স্থাপনের কাঠামোগত দিক পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় দফতর থেকে একটি দল ট্রমা হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে যন্ত্রপাতি স্থাপন শুরু হতে পারে। তাছাড়া একজন মাইক্রোবায়োলজিস্ট পদায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।  

উল্লেখ্য, করোনার শুরুতে ফেনীর সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হতো। বর্তমানে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।