ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে একদিনে আরও ১২ মৃত্যু, শনাক্ত ১৮১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
সিলেটে একদিনে আরও ১২ মৃত্যু, শনাক্ত ১৮১ ফাইল ফটো

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৮১ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত ১০ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন করোনা আক্রান্ত ২৮১ জনের মধ্যে সিলেট জেলার ৭৯ জন, সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৪৩ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের। বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে করোনায় মৃতদের মধ্যে সিলেট জেলার ৭৪৯ জন, সুনামগঞ্জের ৭০ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ৯২ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৩৬ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২০৫ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৮ জন। এছাড়া বিভাগের চার জেলার আরও ২২৪ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৫৫ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬০ জন এবং আইসিইউতে রয়েছেন ৯ জন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।