ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাতে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
রাতে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা

ঢাকা: সোমবার (৩০ আগস্ট) দিনগত রাতে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার (৩০ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, চীন থেকে সিনোফার্মের ২০  লাখ টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বিভিন্ন দেশ, সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনা রোধে দেশের নাগরিকদের দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরকেআর/এমএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।