ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া দু’দিন ধরে শূন্যের ঘরে রয়েছে মৃত্যুর ঘটনা।

তবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।  

ডা. বাসুদেব কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সব মিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনই রয়েছে।

অপরদিকে নতুন শনাক্তসহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬২৭ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৬ জনসহ মোট ১৭ হাজার ৮৪২ জন, পটুয়াখালীতে নতুন ১৪ জনসহ মোট ৬ হাজার ৪২ জন, ভোলায় নতুন ২৫ জনসহ মোট ৬ হাজার ৪৭৪ জন, পিরোজপুরে নতুন ১ জনসহ মোট ৫ হাজার ১৫৪ জন, ঝালকাঠিতে নতুন ১ জনসহ মোট ৪ হাজার ৫২৮ জন ও বরগুনায় মোট ৩ হাজার ৭১৫ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।