ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরা সদর হাসপাতালে সিটি স্ক্যান ২ বছর, এক্স-রে ২ মাস বন্ধ

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
সাতক্ষীরা সদর হাসপাতালে সিটি স্ক্যান ২ বছর, এক্স-রে ২ মাস বন্ধ সদর হাসপাতালের এক্স-রে রুম

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালে ২৮ দিন ধরে ভর্তি রয়েছেন কালিগঞ্জ উপজেলার গড়িয়ামহলের ওয়াজেদ গাইনের ছেলে আবু মুছা। ভাঙা পা নিয়ে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

গত ২৮ দিনে একাধিকবার প্রয়োজন হলেও তিনি সদর হাসপাতাল থেকে একবারও এক্স-রে করাতে পারেননি। ভাঙা পা নিয়েই এক্স-রে করাতে তাকে বার বার যেতে হয়েছে হাসপাতালের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে।

এ অভিযোগ শুধু আবু মুছার একারই নয়, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের আবু বক্কার, সাতক্ষীরা সদর উপজেলার ঘুড্ডেরডাঙ্গীর শেখ আব্দুর রশিদ ও ফারুক হোসেনও জানিয়েছেন একই কথা।

তারা জানান, হাসপাতালের এক্স-রে বিভাগে গেলে বলা হচ্ছে, ফিল্ম নেই।

সদর হাসপাতালের সিটি-স্ক্যান রুম

খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত ১ জুলাই থেকে ফিল্ম সংকটের কথা বলে হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এক্স-রে বিভাগের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য।

আর তা হলো, গত ২ বছর ধরে সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি বন্ধ করে রাখা হয়েছে।

চিকিৎসাসেবা প্রার্থীদের অভিযোগ, করোনাকালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সিটি স্ক্যান অন্যতম। মূলত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দ্বারা প্রভাবিত হয়ে সিটি স্ক্যান মেশিনটি বন্ধ করে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষকে হাসপাতালের বাইরের বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে চার থেকে ছয় হাজার টাকা দিয়ে সিটি স্ক্যান করাতে হচ্ছে। যেখানে সদর হাসপাতালেই মাত্র দুই হাজার টাকা খরচ করে সিটি স্ক্যান করা সম্ভব ছিল।

দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি বন্ধ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতক্ষীরার সিভিল সার্জন ও সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত বলেন, এক্স-রে বিভাগে ফিল্ম ফুরিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আর সিটি স্ক্যান মেশিন কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এ বিষয়ে নিয়মানুযায়ী মেরামতকারী প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।