ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

বাংলানিউজকে তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। তারা হলেন- ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।

মমেকের করোনা ইউনিটে বর্তমানে ১৪৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন। নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৬১২টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।