ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিকেলে আমেরিকা থেকে আসছে ফাইজারের ১০ লাখ টিকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বিকেলে আমেরিকা থেকে আসছে ফাইজারের ১০ লাখ টিকা 

ঢাকা:  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৫টায় আমেরিকা থেকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আমেরিকা থেকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

টিকা গ্রহণ কার্যক্রমে আমেরিকান রাষ্ট্রদূত এইচ আর মিলার ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।