ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে এলো টিকা সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রার ২৬ ফ্রিজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
দেশে এলো টিকা সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রার ২৬ ফ্রিজার ...

ঢাকা: করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার ২৬টি ফ্রিজার দেশে এসে পৌঁছেছে।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ  কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে এসে পৌঁছেছে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার। ইউনিসেফের সহায়তায় কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে দেওয়া এই ফ্রিজারগুলোতে প্রায় ৯০ লাখ কোভিড-১৯ টিকা সংরক্ষণ করা যাবে।

কোভিড-১৯ মোকাবেলার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এই অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিগগিরই এ ফ্রিজারগুলো রাজধানীর মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান) ভবনে স্থাপন করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।