ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনা বিভাগে আরও ৫ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
খুলনা বিভাগে আরও ৫ জনের মৃত্যু সংগৃহীত ছবি

খুলনা: খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের।

বিভাগে শনাক্তের হার ৬ শতাংশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন।

গত বছরের (২০২০) ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৫৮৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৭০৮ জন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।