ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ ...

ঢাকা: চীনা সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৬ কোটি টিকা বিনা মূল্যে পাবে। ইতোমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাবে বলে আশা করা হচ্ছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১

টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।