ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৪৮ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
৪৮ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই বরিশালে ...

বরিশাল: বরিশাল বিভাগে গেল চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে গেল ২ দিন বা ৪৮ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৫৬ জন,  যার মধ্যে ভোলায় সর্বোচ্চ ১৯ জন এবং ঝালকাঠিতে সর্বনিম্ন সর্বোনিম্ন ২ জন রয়েছেন।  

আর আজ নতুন শনাক্ত ৫৬ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছেন, যারমধ্যে ৪১ হাজার ২১৮ জন সুস্থতাও লাভ করেছেন এবং ৬৬৮ জন মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।