ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে ৩ লাখের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
হবিগঞ্জে ৩ লাখের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ প্রতীকী ছবি।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত তিন লাখেরও বেশি ডোজ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে। টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন পাঁচ লাখ ১০ হাজার ৯৪৪ জন মানুষ।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জে এখন পর্যন্ত তিন লাখ ৪৫ হাজার ২৫০ ডোজ করোনা টিকা এসেছে। এর মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯৩ হাজার ৩২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও এক লাখ নয় হাজার ৭২১ জন। টিকা মজুদ আছে ৪২ হাজার ১৫৫ ডোজ।

জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, টিকার সংকট দূর হয়েছে। এ মাসের মধ্যেই হবিগঞ্জে ফাইজারের টিকা পৌঁছাবার কথা। তবে ফাইজারের টিকা দিতে আলাদা ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যে দেশগুলোতে ফাইজারের টিকা ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না শুধু সেই দেশে গমনেচ্ছুদের এ টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষ প্রয়োজন। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সে ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।