ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং বাকি পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২২ জনের মৃত্যু হয়েছে।  

এর আগে গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মৃত‍্যুবরণ করাদের মধ্যে আক্রান্ত ব্যক্তির বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।  

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃত‍্যুবরন করাদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার একজন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার একজন।  

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন ৩৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ।  

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।