ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রামেকে করোনা উপসর্গে ৮ মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
রামেকে করোনা উপসর্গে ৮ মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তির পর নমুনা সংগ্রহের আগেই করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন এ করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় নওগাঁর তিনজন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে মারা গেছেন। প্রত্যেকেই ভুগছিলেন করোনার উপসর্গে। কারো নমুনা পরীক্ষা হয়নি। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪২ জনের মৃত্যু হলো। এর আগে গত সেপ্টেম্বরে করোনা ইউনিটে ১৬৫ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন ও জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।  

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৮৪ জন। করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ১৯২টি।

এদিকে গত সোমবার (১১ অক্টোবর) রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার নেমে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৭ শতাংশে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।