ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নাটোরে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নাটোরে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অ্যাম্বুলেন্সের চাবি বুঝে নিচ্ছেন জুনাইদ আহমেদ পলক। ছবি: বাংলানিউজ

ঢাকা: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।  

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশনার এ তথ্য জানিয়েছেন।

এই অ্যাম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির একটি অংশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে তার বাংলাদেশ সফরের সময় এই অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা করেছিলেন।

কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে পিপিই কিট, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা-বৃদ্ধিসহ বিভিন্নভাবে সহায়তা করেছে ভারত। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যের সীমার মধ্যে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।